রডের কাজে জোন অনুসারে ল্যাপিং কত?


রডের কাজে জোন অনুসারে ল্যাপিং কত?



রডের কাজে জোন অনুসারে ল্যাপিং নিম্নে দেওয়া হইল:-
কম্পেশন জোন
কলাম : ৪০ ডি, ডি = রডের ডায়া
শেয়ার ওয়াল : ৪০ ডি
লিফ্ট ওয়াল : ৪০ ডি
টেনশন জোন
বীম : ৬০ ডি
স্ল্যাব : ৬০ ডি


কলামে সাধারন্ত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে কলামে ল্যাপিং
১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"


বীমে সাধারন্ত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে বীমের ল্যাপিং
১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"


স্ল্যাবে সাধারন্ত ১০, ১২, মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে স্ল্যাবের ল্যাপিং
১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।


কত মিলি রডে কত সুতা, ওজন  নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.62 kg/m = 3 suta
12 mm = 0.89 kg/m = 4 suta
16 mm = 1.58 kg/m = 5 suta
20 mm = 2.48 kg/m = 6 suta
22 mm = 2.98 kg/m = 7 suta
25 mm = 3.85 kg/m = 8 suta


উপরে যে কনভার্ট সিস্টেম 
দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ
হয়ে যাবে। যেমন,


ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী 
এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet - 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg


রডের মাপ ফিট মেপে kg বের করা হয় , ,
, ,
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /
532) যেকোনো ডায়া রডের এক ফিটের
ওজন বাহির হবে . এখানে অবশ্যই রডের
ডায়া মিলি মিটারে উল্লেখ করতে
হবে , , , , , এছাড়াও মিটারেও নির্নয়
করা যাবে , মিটারে ওজন বের করতে
হলে ( mm^2/162.2 )


1 টি মন্তব্য:

  1. সিভিল ইঞ্জিনিয়ারিং এর খুটিনাটি জানতে আমাদের সাথে খাকুন।লাইক কমেন্টস করতে ভুলবেন না।

    উত্তরমুছুন

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.