ছাদে রডের পরিমাণ নির্ণয় সহ সিভিল ইঞ্জিনিয়াংরি এর কিছু গুরুত্ব পূর্ণ বিষয়।

ছাদে রডের পরিমাণ নির্ণয় সহ সিভিল ইঞ্জিনিয়াংরি এর কিছু গুরুত্ব পূর্ণ বিষয়।

.
মনেকরি,
ছাদের ক্ষেত্রফল 1000 বর্গফুট
পুরত্ব ধরি 5"
এবং ছাদে মোট কংক্রিটের 1% or 1.5% or
2%
ধরা হয়.. !!
আমরা 1.5% ধরি.
.
সূত্র হচ্ছে,
ক্ষেত্রফল ×পুরত্ব÷১২( ১২"=')×(.%)×একক
ওজন = উত্তর (কেজি).
.
সুতরাং,
আমরা পাই,
1000×(5÷12)×(1.5÷100)×222 =1387.50
কেজি.
এখানে পুরত্ব 5" তাই 12" দিয়ে ভাগ করে ফুট
করা হয়েছে...
1.5% = (1.5÷100)
আর,
লোহার একক ওজন 222 kg/cft
.
সুতরাং 1000 sft ছাদ ঢালাইয়ে লোহা
প্রয়োজন 1387.50 কেজি.
রডের কাজ অনুসারে ল্যাপিং
কমপ্রেশন জোন
কলাম : ৪০ D
শেয়ার ওয়াল : ৪০ D
লিফ্ট ওয়াল : ৪০ D
টেনশন জোন
বীম : ৬০ D
স্ল্যাব : ৬০ D
কলামে সাধারনত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি রড ব্যবহার হয়ে থাকে
তাহলে কলামে ল্যাপিং
১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি '-"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি '-"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি '-"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি '-"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি '-"
বীমে সাধারনত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড ব্যবহার হয়ে থাকে
তা হলে বীমের ল্যাপিং
১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি '-"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি '-"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি '-"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি '-"
স্ল্যাবে সাধারন্ত ১০, ১২, মিমি রড
ব্যবহার হয়ে থাকে
তা হলে স্ল্যাবের ল্যাপিং
১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি '-"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি '-"
তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর:
...............................................................
Sepecification কি?
: কি ভাবে, কি অনুপাতে কা করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে sepecification বলে
.
সিডিউল কি?
:যে নির্দেশিকায় sepecification, BOQ রেট লেখা থাকে তাকে সিডিউল বলে
.
project lauch করতে হলে কি কি দরকার হয়?
:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল মালামালের দরকার হয়
.
Method of procurement কত প্রকার কি কি?
: প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
.
লে আউট কি?
:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে
.
গ্রিড লাইন কাকে বলে?
:কাজ করার সুবিধার জন্য ড্রইং নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে
.
সেন্টার লাইন কাকে বলে?
:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে 
.
.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে
:কলামের সেন্টার লাইন ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না
.
layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ' ' এবং এর অতিভুজের পরিমাপ ' এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে
.
১০পাইল লে আইট কিভাবে করতে হয়
: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট একটি করে ৮মিমি/১০ মিমি রড ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে রডটির বা ." বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়
.
১১১৮" ডায়া পাইল কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে
.
১২ যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
: ত্রিমি পাইপ
.
১৩ত্রিমি পাইপের ডায়া কত?
: " থেকে
.
১৪ কত সময় বোরিং ওয়াস করতে হবে
:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে
.
১৫প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে
.
১৬এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত
:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে
.
১৭ কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ :: বা :: অনুপাতে কাস্টিং করতে হয়
.
১৮ একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়
.
১৯একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে
.
২০ পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে
.
২১ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে
: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে
.
২২শোরিং কি?
: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে
.
২৩ ফেরু - সিমেন্ট কি
: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে ইহা সাধারণত " -" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে
.
২৪ব্লিডিং কি লেটেন্স কি?
: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে ইহার ফলে কংক্রিট হানিকম হেয়ার crack দেখা দিতে পারে
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে
.
২৫ slump cone cylinder এর সাইজ কত
: স্লাম্প কোন এর উপরের মাথা ", নিচের মাথা " এবং উচ্চতা 
১২" আর সিলিন্ডারের সাইজ " ডায়া, " লম্বা
.
২৬ সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল

* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test
ইত্যাদি
.
২৭একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে
: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না
.
২৮সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে
: ২৫ মিমি ডায়া রড
.
২৯ সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়
: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়
আর রিটেইনিং ওয়াল শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়
.
৩০ কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে
: হ্যাঁ আছে
:: অনুপাতে 3000 psi এবং :.: অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়
.
৩১.এক গ্যালন পানির ওজন কত?
: ১০ পাউন্ড বা . কেজি
.
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
: .৪৫ কেজি
.
৩৩. ঘনমিটার কত ঘনফুট?
: ৩৫.২৮ ঘনফুট
.
৩৪.গাছ কাটার সময় কখন?
: শীতকালে
.
৩৫.সকেট নিপল এর মধ্যে পার্থক্য কি?
: সকেট ভিতরে দুই দিকে নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে
.
৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
: জি আই পাইপে . টি প্যাঁচ থাকা প্রয়োজন
.
৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়
.
৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায় কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না
PVC-
ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায় ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়
.
৩৯.হার্ড বোর্ড কি?
: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়
.
৪০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
: 39",36", 33",30" অর্থাৎ 3" interval শাটার গুলো পাওয়া যায়

৪টি মন্তব্য:

  1. ১০০০০ ফুট ছাদের জন্য কত টন লোহা প্রয়োজন??

    উত্তরমুছুন
  2. স্বাভাবিক ভাবে এক টন এলসি বোল্ডার ভাংগা পাথরের ওজন কত ধরা হয়?

    উত্তরমুছুন
  3. ৫ তলা Foundation a ৭০০ বর্গফুট প্রথম ছাদে কোন প্রকারের কত টুকু রড লাগব? জানালে উপকৃত হব।

    উত্তরমুছুন

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.