Sun Apr 13 2025 20:46:40 GMT+0000 (Coordinated Universal Time)

সানি লিওনের নিরাপত্তা দিতে পারবে না পুলিশ !!

সানি লিওনের নিরাপত্তা দিতে পারবে না পুলিশ !!

ভারতের বেঙ্গালুরুতে একটি বর্ষবরণ অনুষ্ঠানে সানি লিওন গেলে গণ আত্মহত্যার ঘটনা ঘটবে- এমন 'হুমকি'র পর সাবেক এই পর্নস্টারের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। এ বিষয়ে বেঙ্গালুরুর পুলিশ জানায়, তারা সানি লিওন ও তার টিমের কোনো নিরাপত্তা দিতে পারবে না। বাধ্য হয়ে বেঙ্গালুরুর পূর্ব ঘোষিত বর্ষবরণ অনুষ্ঠানে যেতে পারছেন না সানি।  
চলতি বছরের শেষ রাত থেকে শুরু হওয়া নববর্ষের ওই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আবেদনময়ী এই অভিনেত্রীর। অনুষ্ঠানে বেঙ্গালুরুর জনপ্রিয় ডিস্কো জকি ও র্যা পারদেরও পারফর্ম করার কথা। কিন্তু 'সানি শো' বাতিল হওয়ার কারণে ঝামেলায় পড়েছেন আয়োজকরা। আদৌ অনুষ্ঠান হবে কি-না সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 
ওই অনুষ্ঠান বাতিল করা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। টুইটে তিনি লিখেছেন, নববর্ষের অনুষ্ঠানে আমাকে ও আমার টিমকে কোনো নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। আমার কাছে যেহেতু মানুষের নিরাপত্তা সবার আগে, ফলে আমি ওই অনুষ্ঠানে যাচ্ছি না। টুইটে ফ্যানদের নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সানি। সূত্র: জিনিউজ।
সানি লিওনের আরো হট পিকচার দেখতে এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.