সাগরতলে পোস্ট অফিস

সাগরতলে পোস্ট অফিস


ডিজিটাল যোগাযোগের যুগে ব্যক্তিগতপর্যায়ে চিঠিপত্র আর চালাচালি হয় না। সেই সাথে ফুরিয়ে আসছে পোস্ট অফিসের প্রয়োজনীয়তাও! তাই বলে কি একে নির্বাসনে দিতে হবে পানির তলে! এমন কাজই করেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। তবে ভয় নেই; আপনার চিঠি ভিজে যাবে না। সে ব্যবস্থা রেখেই এ ধরনের পোস্ট অফিস করা হয়েছে।
মূলত ২০০৩ সালে পানির নিচে পোস্ট অফিসটি করেছে তারা। হিডওয়ে দ্বীপ থেকে ১০ ফুট নিচে গেলেই দেখা যাবে ডাক কর্মকর্তাদের এ অফিস। সেখানে আসলে আছে শুধু একটি পোস্টবক্স। চাইলে চিঠি ফেলে আসতে পারবেন সেখানে।
এতে ব্যবহৃত হয় ওয়াটারপ্রুফ পোস্টকার্ড ও স্ট্যাম্প। আন্তর্জাতিক পর্যায়েও চিঠি পাঠানোর সুযোগ রয়েছে সাগরতলের এ পোস্ট অফিস থেকে। চিঠি রেখে আসার পর দায়িত্বরত কর্মচারী সেটি নিয়ে পৌঁছিয়ে দেবে কাক্সিক্ষত মানুষের কাছে। ইন্টারনেট। 

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.