১৮৬০ সালে ব্যবহার হতো স্মাটফোন

১৮৬০ সালে ব্যবহার হতো স্মাটফোন

১৮৬০ সালে দেখা যেত স্মারটফোন! শুনতে অবাক লাগলেও এমটাই দাবি গ্লাসগোর বাসিব্দা পিটার রাসেলের।
পিটার রাসেলের মতে, ওই সময় আকা একটি তেলচিত্র দেখলে এমনটাই বোঝা যাচ্ছে, তখনকার দিনেও ব্যবহার হতো স্মারটফোন।তবে পরবর্তীকালে তার ভূল ভাংগে।ওই নারীর হাতে যে বই রয়েছে, সেটা বুঝতে পারেন এবং নিজের ভূল স্বীকার করে নেন।
সম্প্রতি মিউনিখের পিনাকোথেক মিউজিয়ামে রাখা একটি তেলচিত্র নজরে আসে অবসরপ্রাপ্ত ওই অফিসারের। সেখানেই তিনি বিষয়টি আবিষ্কার করেন। পরে টুইটও করে জানান সে কথা।তারপরই সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরালও হয় তা। সূত্রঃ ইন্টারনেট।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.