আমেরিকাকে উচিৎ শিক্ষা দিতে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান ইরানের
আমেরিকাকে উচিৎ শিক্ষা দিতে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান ইরানের
ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের বনিবনা কোনভাবেই হচ্ছে না। ট্রাম্প ইতিমধ্যে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞা তুলে নিতে জুড়ে দিয়েছে শর্ত। কিন্তু ইরানের পক্ষ থেকে উল্টো এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার সঙ্গে একপ্রকার যুদ্ধের ডাক দিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
গতকাল শনিবার তিনি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বিশ্বের সকল মুসলিমকে একত্রিত হতে বলেন। ইরানের ধর্মীয় নেতার সাথে আমিও বলব সারা বিশ্বের মুসলমানকে একত্রিত হতে কেননা যুক্ত্ররাষ্ট্র শুধু ইরানের বিপক্ষেই দাড়াইনি প্ররোক্ষ ভাবে সারা বিশ্বের মুসলিমদের বিরোদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মুসলমান জাতী তা বুঝেও না বুঝার মত আচোরন করছি। হাজার হাজার বছর ধরে ইহুদি, খিষ্ট্রান মুসলমানদের বিভক্ত করার খেলাই মেতে আছে আর বোকা মুসলমান তাদের পাতা ফাদে পা দিয়ে আজ দলে দলে বিভক্ত হয়ে গেছে। আর এই সুযোগে বিধর্মী জাতী মুসলমানদের নানা দিক দিয়ে চাপের মধ্যে রেখেছে।সারা বিশ্বের মুসলিম আজ নির্যাতিত ,অত্যাচারিত।আজও বিশ্ব মুসলিম জাতী যদি এক্যব্ধ হয় তাহলে এখনো বিধ্রমীরা ভয়ে কোণঠাসা হয়ে থাকবে।
কোন মন্তব্য নেই