Tue Apr 08 2025 17:38:26 GMT+0000 (Coordinated Universal Time)

কয়লা সঙ্কটে বন্ধ হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা ! চরম লোডশেডিং এ ভোগতে হবে দেশবাসীকে!!!

 কয়লা সঙ্কটে বন্ধ হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা ! চরম লোডশেডিং এ ভোগতে হবে দেশবাসীকে!!!


ছবি-পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষ্মতা সম্পন্ন দেশের সবচেয়ে বড় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা সঙ্কটে বন্ধ হওয়ার পথে।  ৩০ কোটি ডলার বকেয়া থাকায় অর্থ ছাড়া কয়লা দিতে রাজি নই আমদানিকারক প্রতিষ্ঠান সি,এম,সি। বর্তমানে যে পরিমাণ কয়লার মজুদ আছে তা দিয়ে সর্বচ্চো ৩ সপ্তাহ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অল্প সময়ের মধ্যে ১০ কোটি ডলার পরিশোধ না করতে পারলে দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হবে কেন্দ্রটি। ফলে আরো তীব্র হবে লোডশেডিং। কর্তপক্ষ জানিয়েছে ডলার সঙ্কটের কারণে সময় মত বিল পরিশোধ করতে না পারার কারণেই কয়লা আমদানি বর্তমানে বন্ধ রয়েছে। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও বলতে পারছে না । সপ্তাহ দুই আগে জ্বালানি সঙ্কটে বন্ধ হয়ে গিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি। ফলে দেশবাসিকে পোহাতে হবে লোডশেডিং এর চরম দূর্ভোগ।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.