Wed Apr 09 2025 12:55:28 GMT+0000 (Coordinated Universal Time)

গাজায় লাশ খাচ্ছে বেওয়ারিশ কুকুর!!!

 

গাজায় লাশ খাচ্ছে বেওয়ারিশ কুকুর!!! 


ইসরাইলি বোমা হামলায় বিধ্বস্ত রাস্তাগুলোতে স্তূপ হয়ে থাকা লাশগুলো বেওয়ারিশ কুকুর খেতে শুরু করেছে। আল জাজিরা আরবিকে এমন তথ্যই জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

ওই মুখপাত্র জানান, ইসরাইলের বিরামহীন বোমাবর্ষণ, দাফনের কোনো জায়গা না থাকা এবং সেইসাথে সম্পদের অভাবের কারণে রাস্তায় রাস্তায় পড়ে আছে।


আল জাজিরা ইংরেজি জানিয়েছে, আশ-শিফা হাসপাতালের কাছে এবং আঙিনায় অনেক লাশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কারণ, চলমান বোমা হামলার কারণে জীবিতরা লাশগুলো দাফন করতে পারছে না।

গাজা হাসপাতালগুলোর মহাপরিচালক মোহাম্মদ কাকুত বলেন, 'আমরা লাশগুলো দাফন করতে চেয়েছিলাম। কিন্তু কেউ আশ-শিফা হাসপাতালের আঙিনায় যাওয়ামাত্রই তাকে গুলি করা হচ্ছে।'

গাজার ফিল্ড হাসপাতালের জন্যে বিমান থেকে ত্রাণ ফেলেছে জর্ডান
গাজা উপত্যকায় আম্মান পরিচালিত ফিল্ড হাসপাতালের জন্যে বিমান থেকে মানবিক ত্রাণ ফেলেছে জর্ডান। জর্ডানের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইসরাইল এ খবর জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো প্যারাসুট ব্যবহার করে এসব ত্রাণ গাজায় ফেলা হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা অভিযান শুরু করে। ইসরাইলের বর্বর এ অভিযান অব্যাহতভাবে চলছে। গাজার পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।
সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল, এএফপি এবং অন্যান্য

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.