১০-২০ বছরের মধ্যে মানুষের ৪৯ শতাংশ কাজ করে দিবে রোবট!

১০-২০ বছরের মধ্যে মানুষের ৪৯ শতাংশ কাজ করে দিবে রোবট!

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নোমুরা রিসার্চ ইন্সটিটিউটের প্রকাশিত এক প্রতিবেদনে চমকের সৃষ্টি করেছে। সেখানে বলা হয়েছে প্রযুক্তিগতভাবে সামনের ১০ থেকে ২০ বছরের মধ্যে জাপানের কর্মক্ষেত্রে ৪৯ শতাংশ কাজ করে দিবে রোবট।খবরটি জানিয়েছে ভারতের আইটি বিষয়ক সাময়িক পিসি কোয়েস্ট। সেখানে বলা হয়েছে, ভবিষ্যতে অফিসের ক্লার্ক,ব্যাংক টেলার, নিরাপত্তাক কর্মী , সুপার মার্কেটের দোকানদার, ট্রেন অপারেটর, বিভিন্ন খাবার ডেলেভারি বয়, ক্লিনার সহ আরো অনেক সাধারন কাজ রোবট দিয়েই করানো হবে। প্রতিবেধনে আরো উল্লেখ করা হয়, কিছু কিছু পেশা যেমন ডাক্তার, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, অভিনয় শিল্পী, আইনজীবী, শিক্ষক, লেখক এদের বিকল্প কখনোই রোবট হবে না। তবে রোবট দিয়ে যে সাংবাদিকতা পেশা হবে না সেটি কিন্ত্ব প্রতিবেদনে উল্লেখ করা হ্যনি। রোবট সাংবাদিকতা বিষয়টা শুনতে যতই কাল্পনিক মনে হোক না কেন, এতে কোন সন্দেহ নেই যে এটি আমাদের জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। ইতিমধ্যে পশ্চিমা অনেক সংবাদ সংস্থা রোবট সাংবাদিকতা নিয়ে জোরেশোরে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে। ইন্টারনেট



UGG Women's Dakota Moccasin, CHESTNUT, 8 B US

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.