টয়লটে থাকলেই মিলবে মার্কশিট !

টয়লেট থাকলেই মিলবে মার্কশিট ! 



ভারতের পশ্চিবঙ্গে "নির্মল বাংলা" প্রকপ্লকে শতভাগ সফল  করতে অভিনব এমন পথ বেছে নিয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুর। যেখানে জেলার শিক্ষার্থীদের বাড়ির টয়লেট সম্পর্কিত তৎথ লিখিত আকারে জমা দেয়ায় বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। তৎথ দিলেই ছত্রছাত্রীদের মার্কশীট দেয়া হবে।

সম্প্রতি জেলা বিদ্যালয় পরিদর্শক এই ব্যপারে এক নির্দেশিকা পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার জুনিয়র স্কুল, হাইস্কুল ও মাদ্রাসা গুলোকে।

জেলা প্রশাসন সূত্রে খবর, দিন কয়েক আগে জেলা বিদ্যালয় পরিদর্শক বিশেষ নির্দেশিকা জারি করেন জেলার স্কুলগুলোর জন্য। নির্দেশিকায় বলা হয়েছে, মার্কশিট দেয়ার সময় ছাত্রছাত্রীদের বাবা অথবা মায়ের কাছ থেকে লিখিত আনতে হবে বাড়িতে টয়লেট আছে কি না। অন্যথায় মার্কশিট দেয়া হবে না।

এ ছাড়া প্রতিদিনই প্রার্থনার সময় ছাত্রছাত্রীদের কাছে জানতে চাওয়া হবে, কাদের বাড়ীতে টয়লেট নেই। এ নিয়ে আগামী ২২ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে শিক্ষক-অভিভাবক সভার আয়োজন করতে হবে। সেখানে উপস্থিত থাকবেন বিদ্যালয় পরিদর্শক , শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর , প্যারাটিচার ও প্রশাসনিক প্রতিনিধিরা। সভা থেকে স্বাস্থ্য  বিষয়ে জানাতে হবে অভিভাবকদের।

বাড়িতে যে টয়লেট আছে সে বিষয়ে কয়েক দিনের মধ্যেই সার্টিফিকেট নিতে হবে পঞ্চায়েতের কাছ থেকে। যাদের নেই, তাদের বাড়িতে ট্যলেটের ব্যবস্থা কিভাবে করা যায় তা দেখা হবে এই প্রকিয়ার মাধ্যমে।

স্থানীয় জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরজিৎ সিংহরায় জানান, শিক্ষার সাথে স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। সে কারণেই এই পরিকল্পনা। এতে মিশন নির্মল বাংলাকে সার্থক করতে পারবে বলেই মনে হয়। ইন্টারনেট  

Acer Aspire E 15 E5-575-33BM 15.6-Inch FHD Notebook (Intel Core i3-7100U 7th Generation , 4GB DDR4, 1TB 5400RPM HD, Intel HD Graphics 620, Windows 10 Home), Obsidian Black

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.