২০১৮ সালে সাইবার হামলা বাড়বে।

২০১৮ সালে সাইবার হামলা বাড়বে।


নতুন বছর ২০১৮ সালেও হতে পারে ভয়াবহ সাইবার হামলা আশঙ্কা করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা। সাইবার অপরাধীরা ভবিষৎত 'মেশিন লার্নিং' কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে হামলা চালাতে পারে বলেও ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক তৎথপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক ২০১৮ সালের সাইবার নিরাপত্তা নিয়ে কিছু ভবিষতদ্ধানী করেছে।

১।ডিজিটাল অর্থ হিসেবে পরিচিত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বাস্তব ব্যবহার বেড়ে যেতে পারে। অর্থাৎ, শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে বাস্তবে এর ব্যবহার শুরু হতে পারে। বিটকয়েনের আরও ব্যবহার ও লেনদেন বেড়ে গেলে সাইবার অপরাধীরা বেশ তৎপর হয়ে উঠবে।

২।সাইবার হামলায় ব্যবহার করা হতে পারে মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

৩। সাইবার অপরাধীদের মূল শিকার হতে তৎথ সরবরাহকারী  প্রতিষ্ঠান গুলো সাইবার জগতে যেটি সাপ্লাই চেইন অ্যাটাক নামে পরিচিত।

৪। কম্পিউটার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশেও ম্যালওয়্যার ভাইরাস আক্রমণ করতে পারে। বলতে গেলে ক্মপিউটারের এ ধরনের অংশগুলো প্রায় অদৃশ্য।

৫। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গুলো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।

৬। গোপনীয় তৎথে সাইবার হামলার সংখ্যা বেড়ে যেতে পারে।

৭। অনলাইন ব্যাংকিংয়ে সাইবার হামলা বাড়তে পারে আগের তুলনায়।

৮। কম্পিউটার ছাড়াও ঘরবাড়ীর  মূল্যবান স্মার্ট যন্ত্রেও র‍্যান্সময়্যার হামলার কবলে পড়তে পারে।

৯। ইন্টারনেটের বিশাল বিশাল তথ্যভান্ডার অঈব্ধভাবে দখল হতে পারে। সেই তথ্য ডিডিওএস হামলায় ব্যবহিত হতে পারে।

১০। তথ্য ভান্ডার হাতিয়ে নিয়ে ঘরবাড়ীর স্মার্ট যন্ত্রের তথ্যও চুরি করতে পারে সাইবার অপরাধীরা।
সূত্রঃ গ্যাজেটস নাউ।


কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.