২০" ডায়া পাইলের ইনফরম্যাশন ও এষ্টিমেট ।

২০" ডায়া পাইলের ইনফরম্যাশন ও এষ্টিমেট ।
পাইলের দৈর্ঘ্য = ৬০'-০"
পাইলের ডায়া = ২০"
পাইল কাভারিং = ৩"
পাইলের মেন রড = ৮-১৬ মিলি
পাইলের রিং = ১০ মিলি = ০.৩৭৫"
রিং দূরত্ব = ৫" পরপর
কাট অফ লেভেল = ২'-৬"
ঢালায় পরিমান
= [{π(১'-৮")^২}÷৪]x৬০'-০"
= ১৩১.৪২ ঘনফুট
মেন রডের দৈর্ঘ্য
= (৬০'-০")-(৩"x২)+৩'-০" (ল্যাপিং ৩'-০')
= ৬২'-৬"
রিং রডের দৈর্ঘ্য
L=Nxπ(D+d)+8d
এখানে
N= রিং এর পরিমান বা রিং এর সংখা
D=পাইলের ডায়া কিলিয়ার কভার বাদ দিয়া
d=রডের ডায়া ইঞ্চতে
N= [{(৬০'-০)-(৩"x২+২'-৬")}÷০'-৫"]+৪
= ১৪০.৮০
~ ১৪১ পিচ
D= (২০"-৩"x২)
= ১৪"
= ১'-২"
d= ১০ মিমি =০.৩৭৫"
L= [১৪১xπ{১৪"+০.৩৭৫}]+৮x০.৩৭৫
= ৬৩৭০.৬২ ইঞ্চ
= ৬৩৭০.৬২÷১২
= ৫৩০'-১০"
রডের পরিমান
মেন রড = ৬২'-৬"x৮x০.৪৮ = ২৪০.০০
রিং রড = ৫৩০'-১০"x০.১৯ = ১০০.৮৬
মোট রড = ৩৪০.৮৬ কেজি
Samsung Galaxy S6 SM-G920V 32GB Sapphire Black Smartphone for Verizon (Certified Refurbished)

১০টি মন্তব্য:

  1. মেন রড = ৬২'-৬"x৮x০.৪৮ = ২৪০.০০
    রিং রড = ৫৩০'-১০"x০.১৯ = ১০০.৮৬
    এখানে
    মেইন রড় এ ০.৪৮ এবং রিং রড় এ ০.১৯ মানগুলো কিসের?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. March 20, 2019 at 11:30 PM

      মেন রড = ৬২'-৬"x৮x০.৪৮ = ২৪০.০০
      রিং রড = ৫৩০'-১০"x০.১৯ = ১০০.৮৬
      এখানে
      মেইন রড় এ ০.৪৮ এবং রিং রড় এ ০.১৯ মানগুলো হলো যথাক্রমে ২০ মিলি রড এবং ১০ মিলি রড


      মুছুন
    2. .৪৮ হলো ১৬ মিলি ১ ফিট রডের ওজন।

      মুছুন
  2. মেন রড = ৬২'-৬"x৮x০.৪৮ = ২৪০.০০
    রিং রড = ৫৩০'-১০"x০.১৯ = ১০০.৮৬
    এখানে
    মেইন রড় এ ০.৪৮ এবং রিং রড় এ ০.১৯ মানগুলো কিসের?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মেইন রড.৪৮ মানে হইল ১৬মিমি ডায়া ১ ফুট রডের ওজন।
      আর রিং.১৯ হইল ১০ মিমি ডায়া রডের ১ ফুটের ওজন।

      মুছুন
  3. 20 ইঞ্চি পাইলের চিজেল কয় ইঞ্চি লাগে???

    উত্তরমুছুন
  4. আমি একজন পাইল কন্ট্রাক্টর। সারা দেশে পাইল করি। ০১৭৭৭৬৫৮৪৭২

    উত্তরমুছুন
  5. রিংয়ের লেন্থ বের করার সূত্রে লাস্টে 8d ব্যাবহার করা হয়, সেই 8 টা মূলত কি জন্যে ব্যাবহার করা হয়, জানালে কৃতজ্ঞ থাকব

    উত্তরমুছুন
  6. ১০ মিলি = ১০/২৫.৪। = ০.৩৯ হবে

    উত্তরমুছুন

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.