স্বর্গ প্রসাদ ভেঙ্গে আসছে তেড়ে।

স্বর্গ প্রসাদ ভেঙ্গে আসছে তেড়ে।


যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র (ISS)-এর আদলে পৃথিবীর ককক্ষপথে নিজস্ব একটি স্পেস স্টেশন স্থাপন করেছিল চীন। ২০১১ সালে পৃথিবীর কক্ষপথে তারা পাঠিয়েছিল কৃত্রিম উপগ্রহ ' তিয়াংগং-১' ।সম্প্রতি পোল্যান্ড ও সুইজারল্যান্ডের মিলিত উদ্যেগে চীন মহাকাশে পাঠায় দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ' তিয়াংগং-২'। এ কৃত্রিম উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে ৩৯৩ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে ঘুরছে। চীনা শব্দ ' তিয়াংগং' এর বাংলা অর্থ ' স্বর্গের প্রাসাদ'।
সম্প্রতি চীনের সরকারী সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, 'তিয়াংগং-১' এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে তা। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA)  জানায়, সাড়ে আট টন ওজনের মহাকাশযানটি  ২০১৮ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভেঙ্গে পড়বে। 
এ ক্ষেত্রে ঝুকির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য , স্পেন ও ইতালি সহ ইউরোপের কয়েকটি দেশ। এছাড়া মধ্যপ্রাচ্য, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দেশও রয়েছে এ তালিকায়।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.