পানির মতই পান করা যাবে পলিথিন !

পানযোগ্য পলিথিন !



সম্প্রতি পলিথিন সমস্যার দারুন সমাধান সামনে এনেছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ইকো-টেকনোলজি কোম্পানী আভানির একদল বিজ্ঞানী। আলুজাতীয় খাদ্য কাসাভার শিকড় দিয়ে তারা বানিয়েছে এমন এক বিকল্প ব্যাগ, যা দেখতে হুবহু স্বচ্ছ পলিথিনের মতো। ওই ব্যাগের বিশেষত্ব হল, ব্যবহারের পর তা পানিতে গুলিয়ে পান করা যাবে। সম্পূর্ণ নবায়নযোগ্য উপাদান দিয়ে তেরি এ ব্যাগ দেখতে পলিথিনের মতো হলেও তা অনেক মজবুত ও হালকা। ব্যবহার শেষে এ ব্যাগ কুসুম গরম পানিতে ছেড়ে দিলে তা সহজেই দ্রবীভূত হয়ে যাবে। এরপর হবে একটি সতেজ পানীয়।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.