এলিয়েনদের পরাস্ত করার কৌশল শেখাচ্ছে পেন্টাগন!

এলিয়েনদের পরাস্ত করার কৌশল শেখাচ্ছে পেন্টাগন!

প্রতিকী ছবি।

এখনও সন্ধান পাওয়া যায়নি তার অস্তিত্বের। জল্পনার ওপর ভর করেই পৃথিবীতে বেঁচে আছে এলিয়নরা। কেমন দেখতে, কোথায় থাকে, তারা কী করতে পারে। কেউ কিন্তু জানেন না। বিজ্ঞানীদের কাছেই নেই কোনও যুক্তি সঙ্গত উত্তর। তারপরেও এলিয়েনদের পরাস্ত করা কৌশল শেখাচ্ছে পেন্টাগন। 
সম্প্রতি এমনই বিস্ফোরক অভিজ্ঞতার কথা জানালেন মার্কিন নৌসেনার প্রাক্তন পাইলট কমান্ডার ডেভিড ফ্রেভর। তিনি জানিয়েছেন যে, গত ১৫ বছর ধরে ইউএফও বা ভিনগ্রহীদের নিয়ে প্রশ্নের কোনও জবাব আমেরিকার কাছে ছিল না। ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ার আকাশে উড়ন্ত কিছু দেখতে পেয়ে টনক নড়ে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত গবেষণা চালিয়েও সেই উড়ন্ত বস্তুর সপক্ষে কোনও যুক্তি তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা। 
কিন্তু আগাম সাবধনতা হিসেবে সেসময় থেকেই পেন্টাগনের প্রশিক্ষণ প্রনালীতে যুক্ত হয় ভিনগ্রহী মোকাবিলার কৌশল। যদিও মার্কিন নৌসেনার সাবেক পাইলট ডেভিডের দাবি ২০০৪ সালে ১৪ নভেম্বর ক্যালিফোর্নিয়ার আকাশে যেটা দেখা গিয়েছিল সেটা ভিনগ্রহীদের কোনও যান। সেটা কোনওভাবে পৃথিবীর কোনও বস্তু নয়। 

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.