অবশেষে 'পদ্মাবতী' সমস্যার সমাধান

অবশেষে 'পদ্মাবতী' সমস্যার সমাধান
ভারতে গুজরাট নির্বাচনের উত্তাপ মিটতেই দ্রুত পদ্মাবতী সমস্যার সমাধান হয়ে গেল। নির্বাচনের ফলে বিজেপি টের পেয়েছে, এতদিন ধরে ধর্মীয় রাজনীতির বাড়াবাড়ি মানুষ খুব ভালো ভাবে নিচ্ছে না। তাই নজর ঘোরাতে পদ্মাবতীকে ছাড়পত্র দিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবে পদ্মাবতী।
এই ছবির মুক্তি নিয়ে কম পানি ঘোলা হয়নি। রাজপুত করনি সেনা বার বার ঝামেলা পাকিয়েছে পদ্মাবতীর মুক্তি নিয়ে। বার বার দেওয়া হয়েছে হুমকি। দীপিকা পাড়ুকোন, সঞ্জয়লীলা বানসালির মাথা চেয়েও হুমকি দিয়েছে করনি সেনা। সেখানে অবশ্য বিজেপির কোন নেতা বা মন্ত্রী ভুল দেখতে পাননি। তারা এই হিংসার রাজনীতিকেই গুরুত্ব দিয়েছেন। 
কিন্তু নির্বাচন টনক নড়িয়ে দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। মনে করা হচ্ছে, সেই জন্যই এত তাড়াতাড়ি ফিল্ম সার্টিফিকেশন বোর্ড পদ্মাবতী মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। নতুন বছরের প্রথম সপ্তাহের প্রথম শুক্রবার মানে ৫ জানুয়ারি এই ছবি ভারতজুড়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড নিয়ে ফেলেছে বলে শোনা যাচ্ছে। 




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.