নদীতে ডুব দিলেই কঙ্কাল !

নদীতে ডুব দিলেই কঙ্কাল !



স্পেনের একটি ভয়ঙ্কর নদী আছে, যেখানে কেউ ডুব দিলে কঙ্কাল হয়ে যেতে হবে।রিও টিন্টো নামের নদীটির পানি তীব্র এসিডিক (পি এইচ-১.৭-২.৫) ভারী ধাতুসমৃব্দ ও প্রচুর ফেরিক আয়রনযুক্ত। স্পেনের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীটির উৎস আন্দালুসিয়া প্রবতে।খনি খননের সময় নদী উৎপত্তি হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকে কপার তোলা হয়।খনিটির ব্যপ্তি এতই যে এখান থেকে গ্রামগুলো অন্যত্র সরিয়ে নিতে হয়। এমনকি কয়েকটি পাহাড়ও গ্রাস করেছে । নদীটি এতটাই দৃষ্টিনন্দন যে, দেখলে যেকারো মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় আছেব। তবে যতই সুন্দর হোক, এটা স্পর্শ করা যায় না। 
সূত্রঃ ইন্টারনেট।
Lenovo 320S Business Laptop PC 14" LED-Backlit Display Intel i5-7200U Processor 8GB DDR4 RAM 256GB SSD Dolby Audio HDMI 802.11ac Webcam Bluetooth 3.7 lbs Windows 10-Silver

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.