৯ ঘণ্টায় ২৪৬ কিমি রেলপথ নির্মাণ ।

৯ ঘণ্টায় ২৪৬ কিমি রেলপথ নির্মাণ ।


মাত্র ৯ ঘণ্টায় রেলপথ নির্মাণ, এও কি সম্ভব! অসাধ্য এক ব্যাপার। এই অসাধ্য সাধন করে দেখিয়েছে চীন। মাত্র ৯ ঘণ্টায় তৈরি হলো ২৪৬ কিলোমিটারের একটা গোটা রেলপথ। এক হাজার ৫০০ জন কর্মী মিলে শুরু হয় দক্ষিণ চীনের ফুজিয়ান প্রদেশের একটি রেলস্টেশন তৈরির কাজ।
প্রকল্পটি পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন ২৩ জন খননকারী। ওই কাজে ব্যবহৃত হয়েছিল সাতটি ট্রেন। বাকিরা ছিলেন সাধারণ কর্মচারী। তারা কিভাবে কাজটি করেছেন তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইন্টারনেটে।
ভিডিওটিতে দেখা যায়, তিনটি বড় রেলপথে কাজ করছেন চীনা কর্মচারীরা। প্রথমটি গানলং রেলওয়ে, দ্বিতীয়টি গানরুইলং রেলওয়ে ও তৃতীয়টি ঝানগলং রেলওয়ে। এগুলোকে নানলে রেলওয়ের সঙ্গে যুক্ত করার কাজ করছেন কর্মীরা। তারা ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিকের সঙ্গে সম্পর্কিত যন্ত্রপাতিও লাগিয়েছেন। নানলং রেলস্টেশনের লংগিয়ান শহরে নির্মাণের কাজ শুরু হয় ১৯ জানুয়ারি। শেষ হয়েছে ২০ জানুয়ারি। ইন্টারনেট।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.