থেমে নেই আব্দুর রাজ্জাক, গড়লেন অনন্য কীর্তি

থেমে নেই আব্দুর রাজ্জাক, গড়লেন অনন্য কীর্তি


অপেক্ষা ছিল ১ উইকেটের। দল আগে ব্যাটিং করায় প্রথম দিনে বল হাতে নেয়ার সুযোগ হয়নি। দ্বিতীয় দিনের শেষ বিকেলে বোলিং করতে পারেন মাত্র তিন ওভার। তৃতীয় দিনে অর্থাৎ গতকাল বিকেএসপিতে অপেক্ষার প্রহর ফুরালো। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেট নেয়ার অনন্য কীর্তি গড়লেন আব্দুর রাজ্জাক।
বিসিএলের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে গতকাল ম্যাচের তৃতীয় দিন মাইলফলক ছুঁয়েছেন রাজ্জাক। সেন্ট্রালের ওপেনার সাদমান ইসলামকে এলবিডব্লিউ করে ৫০০ উইকেট পূর্ণ করেন ৩৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার। ১১৩ ম্যাচে ৫০০ উইকেট নিলেন রাজ্জাক। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ৩২ বার। এটিও প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের সর্বোচ্চ। এ ছাড়া ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। প্রথম শ্রেণীতে ১১২ ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এনামুল হক জুনিয়রের ৪৩৮টি।
অনেক দিন ধরেই জাতীয় দলে উপেক্ষিত এক সময়ের ভরসা আব্দুর রাজ্জাক ৪৯০ উইকেট নিয়ে এবারের বিসিএল শুরু করেন। আগের রাউন্ডে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে নেন আরো ৩ উইকেট। ফলে একটি উইকেটের জন্য রাজ্জাককে অপো করতে হয়েছিল। এই রাউন্ডেও কুয়াশার কারণে বাধাগ্রস্ত হয়েছে প্রতিদিনের খেলা। তৃতীয় দিনের শেষ বিকেলে সাদমানকে ৯৩ রানে আউট করে পাঁচ শ’ উইকেট অর্জনের স্বাদ নিলেন। আর হতাশায় ডুবালেন সাদমানকে সেঞ্চুরি বঞ্চিত করে।বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি আটবার ১০ উইকেট নেয়া রাজ্জাকের সেরা বোলিং ফিগার ৮৪ রানের বিনিময়ে ৯ উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের এনামুল হক জুনিয়র ১১২ ম্যাচে ৪৩৮ উইকেটের পাশাপাশি ৩২ বার ইনিংসে ৫ উইকেট এবং ১০ উইকেটের দেখা পেয়েছেন ছয়বার। এরপরই মোহাম্মদ শরিফ ৩৯১টি উইকেট পেয়েছেন ১২৯ ম্যাচে। মোশাররফ হোসেন ৯৮ ম্যাচ খেলে পেয়েছেন ৩৬০ উইকেট। ৮৫টি ম্যাচ খেলে ৩৪৬ উইকেটের মালিক সাকলাইন সজিব।
জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ২০১৪ সালের আগস্টে উইন্ডিজ সফরে খেলেছিলেন আব্দুর রাজ্জাক। সেবার ক্যারিবীয়দের বিপক্ষে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। মূলত আন্তর্জাতিক ক্যারিয়ারে আব্দুর রাজ্জাকের অঘোষিত কথাটি তখনই রচিত হয়েছিল। ফিটনেস আর ফর্মহীনতার দায় দিয়ে বোর্ড তাকে ফেলে দিয়েছে বাতিলের খাতায়। তবু থেমে নেই তিনি। ঘরোয়া ক্রিকেটে ৫০০ উইকেট নিয়ে ঠিকই আলো ছড়িয়ে যাচ্ছেন জাতীয় দলের জার্সিতে এখন ১২ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-২০ খেলা রাজ্জাক।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.