বিএসএমএমইউ ডাক্তারের বিরুদ্ধে রোগী ধর্ষণের অভিযোগে মামলা!!!

বিএসএমএমইউ ডাক্তারের বিরুদ্ধে রোগী ধর্ষণের অভিযোগে মামলা!!!


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক চিকিত্সকের বিরুদ্ধে এক রোগীকে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই চিকিত্সকের নাম মো. রিয়াদ সিদ্দিকী। তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্ম বিশেষজ্ঞ বিভাগের কনসালট্যান্ট। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে গত সোমবার শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন।
 
গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন কুমার বিশ্বাস ভুক্তভোগীকে আদালতে হাজির করেন। পরে ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিন তার জবানবন্দি রেকর্ড করেন।
 
এদিকে পুলিশ রিয়াদ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছে। বর্তমানে রিয়াদ সিদ্দিকী পলাতক রয়েছে বলে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে।
 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন চিকিত্সক বলছেন, ডা. রিয়াদ সিদ্দিক চর্ম ও যৌন রোগ বিভাগে যোগদানের পর থেকে বিভিন্ন নারী রোগীকে উত্ত্যক্ত করে আসছিল। শাহবাগ থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.