মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ ভারতের ইউসুফ পাঠান।

মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ ভারতের ইউসুফ পাঠান।


নিষিদ্ধ শক্তিবর্ধক গ্রহণ করায় ভারত আজ সাবেক অলারাউন্ডার ইউসুফ পাঠানকে পাঁচ মাসের জন্য নিষিদ্ধ করেছে। সর্বশেষ ২০১২ সালে ভারতের হয়ে খেলা ৩৫ বছর বয়সী এ খেলোয়াড় আগেই শাস্তি ভোগ করায় নিষিদ্ধাদেশের মেয়াদ শেষ হচ্ছে ১৪ জানুযারি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, গত বছর ঘরোয়া টি-২০ প্রতিযোগতিায় আক্রমণাত্মক এ ব্যাটসম্যানকে নিয়মিত পরীক্ষা করা হতো এবং তার নমুনায় নিষিদ্ধ টারবুটালিনের প্রমাণ পাওয়া গেছে। তবে পাঠান জানিয়েছেন নিজের শরীর ঠিক রাখতে তিনি কফ সিরাপ খেতেন এবং ‘পারফরমেন্স বর্ধক মাদক হিসেবে নয়’। তার এমন ব্যাখ্যায় সন্তুষ্ট বলে জানিয়েছে বিসিসিআই।
একই সঙ্গে একজন স্পিন বোলার পাঠান ভারতের হয়ে ৫৭ ওয়ানডে ২২টি টি-২০ ম্যাচ খেলেছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইএিল) নিয়মিত খেলে আসছেন। ২০১৪ আসরে তিনি আইপিএল ইতিহাসে দ্রুততম ১৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মাদক পরীক্ষায় ব্যর্থ হলেন তিনি। এর আগে ২০১৩ সালে দিল্লির বাঁ-হাতি পেসার প্রদীপ সাংওয়ান ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। বাসস।

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.