বিল্ডিং এ রেট্রোফিটিং বলতে কি বুঝায় ?

বিল্ডিং রেট্রোফিটিং বলতে কি বুঝায়


পূর্বে নির্মিত বিল্ডিং বা স্ট্রাকচার নুতন কিছু সংযোগ করে , বিল্ডিং এর স্ট্রেন্থ বাড়ানোর বা শক্তিশালী করার প্রক্রিয়াকে সাধারনত রেট্রোফিটিং বলা হয়ে থাকে
বিল্ডিং রেট্রোফিটিং কেন করা হয় ?
অনেক গুলো কারণে রেট্রোফিটিং করা হয়ে থাকে , তার মধ্যে প্রধান প্রধান কিছু কারণ নিন্মে তুলে ধরা হয়ঃ
. বিল্ডিং কোড সঠিকভাবে না মেনে বিল্ডিং নির্মাণ করা হলে
. অনেক সময় ডিজাইন ত্রুটির কারণেও রেট্রোফিটিং এর দরকার হয়
. দীর্ঘদিন ব্যবহারে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থ হলে বিল্ডিং এর স্ট্রেংথ বাড়াতে হয়
. ব্যবহৃত বিল্ডিং এর মূল ডিজাইনের বাহিরে গিয়ে অনেক ধরণের পরিবর্তন করা হলে (উদাহরণস্বরুপ বলতে পারিঃ কোন ধরনের প্রভিশন না থাকা সত্বেও বিল্ডিংটিকে উপরের দিকে বা যেকোন পাশে বর্ধিতকরণ ইত্যাদি )
. বিল্ডিং ব্যবহারের ধরন পরিবর্তন করা ( যেমনঃ রেসিডেনসিয়াল বিল্ডিং করে ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল হিসাবে ব্যবহার করা হলে , বিল্ডিং লোড বিয়ারিং সক্ষমতায় তারতম্য হয় যার ফলে বিল্ডিংকে পুনরায় শক্তিশালী করার প্রয়োজন পড়ে )
উপরোল্লিখিত কারণে মূলত বিল্ডিং রেট্রোফিটিং বা স্ট্রেনথিনিং বা শক্তিশালী করার দরকার হয়
 বিল্ডিং সাধারত কি ধরনের রেট্রোফিটিং করা হয়
.রিনফোর্স স্ট্রেন্থনিং
এটা সাধারনত রিনফোর্স দিয়ে কলাম কে জেকেটিং করা হয়
2.
এক্সটারনালি বন্ডেড প্লেট
এক্ষেত্রে স্টিল প্লেট দিয়ে পুরো কলাম কে জেকেটিং করা হয়
.শিয়ার বা কম্প্রেশন স্ট্রেন্থনিং
এক্ষেত্রে ফাইবার রিনফোরস পলিমার ব্যাবহার করা হয়
রেট্রোফিটিং এর বিভিন্ন পদ্ধতি নিয়ে 
রেট্রোফিটিং সবচেয়ে বেশি প্রচলিত রেট্রোফিটিং কিছু পদ্ধতি আছে
1.Concrete Jacketing of Columns
2.Steel Profile Jacketing of column
3.Addition of Wing Wall
4.Addition of extra structural member
5.Ferro-cement
6.Fiber Reinforced Polymer Wrapping
 ফাইবার রিনফোর্স পলিমার  দিয়ে রেট্রোফিটিং
ফাইবার রিনফোর্স পলিমার বর্তমানে বহুল প্রচলিত একটি ম্যাটেরিয়াল ফাইবার রিনফোর্স পলিমার সাধারনত কলামের সিসমিক রেট্রোফিটিং এর জন্যে ব্যাবহার করা হয়। স্টিল কনক্রিট এর জ্যাকেটিং এর থেকে ফাইবার রিনফোর্স পলিমার এর অনেক গুলো সুবিধা আছে
>ফাইবার রিনফোর্স পলিমার অনেক বেশী স্ট্রেন্থ দেয় এবং খুবই হালকা ওজনে
>হাই মডুলাস অফ ইলাস্টিসিটি
>করোসন রেসিস্টেন্স
ফাইবার হচ্ছে দীর্ঘ filament এর তৈরি একটি উপাদান। একটি একক ফাইবার সাধারণত 15 um ব্যাস পর্যন্ত হয়। ফাইবারগুলির প্রধান ফাংশন হচ্ছে লোড বহন করা, স্থাপত্য বৃদ্ধি করা, এবং অন্যান্য স্ট্রাকচারাল বৈশিষ্ট্যগুলি সরবরাহ করা
বিভিওন্ন রকম ফাইবার রিনফোর্স পলিমার রয়েছে 
>
কার্বন ফাইবার রিনফোর্স পলিমার
>গ্লাস ফাইবার রিনফোর্স পলিমার
>এরামিড ফাইবার রিনফোর্স পলিমার

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.