বুর্জ খলিফা, ভার্টিক্যাল আরবানাইজেশন, উলম্ভ নগরায়ন, ঝুলন্ত শহর, ঝুলন্ত উদ্যান, Vertical Urbanization, Hanging Town, Hanging City,

বুর্জ খলিফার পাশেই ৫৫০মিটার উঁচুতে ৩ কি,মি এলাকা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ভার্টিক্যাল আরবানাইজেশন বা উলম্ভ নগরায়ন/ ঝুলন্ত শহর ।

আমরা সবাই কম আর বেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের বুর্জ খলিফা ভবন সম্পর্কে জেনে থাকি।  ১৬৩ তলার ভবনটি (৮২৮ মিটার বা ২ হাজার ৭১৪ ফুট) বুর্জ খলিফা 2009 সালে নির্মিত  হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো তালিকায় ১ নাম্বার স্থান দখল করে আছে।  

বিশ্বের উঁচু ভবনের রেকর্ড ভেঙ্গে আবার নতুন রেকর্ড করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বুর্জ খলিফার চারপাশে ৫৫০ মিটার উঁচুতে নির্মান করতে যাচ্ছে উলম্ভ নগরায়ন বা ঝুলন্ত শহর। যার পরিধি হবে ৩ কিলোমিটার। "জেইড এন এরা স্পেস "  নামক নির্মান সংস্থা সম্প্রীতি তাদের ভেরিফাইড পেইজে ঝুলন্ত শহরের ছবি প্রকাশ করেছে।


ঝুলন্ত শহরের কথা মনে করলেই কল্পনার চোখ চলে যায় ৩০০০ হাজার পূর্বের ব্য়াবিলনের সেই ঝুলন্ত বাড়ির দিকে। ব্যাবিলন শহরের সাদ্দাদের সেই ঝুলন্ত উদ্দ্যানের মতই এবার নির্মিত হতে যাচ্ছে ঝুলন্ত শহর। বুর্জ খলিফাকে কেন্দ্রে রেখেই বৃত্তাকার বলয়ে নির্মিতি হবে এই উলম্ভ নগরায়ন বা ঝুলন্ত শহর।


ঝুলন্ত শহরটিতে থাকবে বাড়ি, দোকান, অফিস, কমিউনিটি সেন্টার এবং থিয়েটার। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরটি চারপাশে থাকবে ছোট ছোট কামড়া বিশিষ্ট রেল জান। সবুজে সমারহ থাকবে উদ্দ্যানটি। সব ধরনের সুযোগ সুবিধা থাকবে শহরটিতে।  

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.