ভুল প্রমাণিত হল জাতিসংঘের গুম বিষয়ক অভিযোগ! গুমের শিকার হওয়া ব্যক্তিদের নাম? গুম?

 ভুল প্রমাণিত হল জাতিসংঘের গুম বিষয়ক অভিযোগ !

জাতিসংঘ    মানবাধিকার   বিষয়ক  কমিশন  বাংলাদেশের   গুমের শিকার হওয়া   ব্যক্তিদের নিয়ে  যে অভিযোগ   করেছিল তা উদ্দেশ্য প্রনোদিত  বলে অভিযোগ   করেছে  বাংলাদেশ    সরকার। ৭৬  জনের যে লিস্ট দিয়েছিল  মানবাধিকার কমিশন  তাদের মধ্যে সামাই আম্মা রাজ  কুমার উরফে মেগেন ও ক্যাথেল   লাক  পাম্প   নম চন্ন্য উরফে  শেলাইবার নামের দুইজন ভারতীয় নাগরিক থাকায় সরকারের সেই অভিযোগ আরও শক্তিশালী হল। তারা উভয়েই  ভারতের নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড  ন্যাশনাল  লিবারেশন ফ্রন্ট এর শীর্ষ নেতা। প্রথম জন  ২০১০ বাংলাদেশে  অবৈধ ভাবে প্রবেশের সময় দরা পড়ে। উপর জন ২০১৫ সালে ভারত  পুলিশের হাতের আটক হয়। 

আর্ন্তজাতিক মানবাধিকার বিশ্লেষক  ডঃ ইমতিয়াজ আহমেদ বলেছেন গুম হওয়া  ব্যক্তিদের  লিস্ট  এ ভাত্রতের নাগরিক এর নাম কিভাবে এল তা বোদ্গম্ম নয়। এই  বিষয়টি জাতিসংঘ মানবাধিকার কমিশনের যাচাই করা প্রয়োজন। তা নাহলে  মানবাধিকারের   অভিযোগটি  প্রশ্ন বিদ্ধ  হয়ে  যায়।

সাবেক   জাতীয় মানবাধিকার  কমিশনের চেয়ারম্যান ডঃ মিজানুর রহমান ডঃ ইমতিয়াজের সাথে  তাল মিলিয়ে একই কথা বলেছেন। তিনি  বলেছেন   জাতিসংঘ কি  তাহলে কারো দ্বারা  প্রভাবিত হয়ে   গুম হওয়া  ব্যক্তিদের  তালিকা  তৈরি করেছে। যেখানে  ভারতীয় দুই নাগরিক বহাল  তবিয়তে  আছে তাদের কিভাবে  বাংলাদেশের   গুম হওয়া  ব্যক্তিদের সাথে নাম আসলো। এই দিক থেকে কিন্তু প্রশ্ন থেকেই যায়। 


কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.