৮ কিলোমিটার লম্বা বিয়ের পোশাক!

৮ কিলোমিটার লম্বা বিয়ের পোশাক!


আজব এ দুনিয়ায় কত কিছুই না দেখা যায়। সম্প্রতি ফ্রান্সে তাক লাগানো একটি বিষয় সবার আকর্ষণ করে। ফ্রান্সে তেরি করা হল বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের পোশাক, যা ৮ কিলোমিটার দীর্ঘ সাদা পোশাক। যেটি গিনেস বুকে জায়গা করে নিয়েছে।

বিশ্বের সবচেয়ে লম্বা বিয়ের পোশাকটি  উন্মোচন করা হয় ফ্রান্সের ক্রডি শহরে। উন্নত মানের লেসের পোশাক তেরিতে  এ শহর প্রসিদ্ধ। সবচেয়ে লম্বা বিয়ের পোশাক তেরির আগের রেকর্ডটিও গড়া হয় এ শহরে। ১১ বছর আগে তেরি পোশাকটি লম্বা ছিল ১ হাজার ২০৩ দশমিক ৯ মিটার।

ডায়নামিক প্রোজেক্টসের উদ্যেগে ১৫ স্বেচ্ছাসেবী দুই মাস ধরে পরিশ্রম করে তেরি করেন এবারের রেকর্ডধারী পোশাকটি পোশাকটি পরিমাপের পর তা এযাবতকালের দীর্ঘতম বিয়ের পোশাক বলে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।

গিনেস বুক কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়ার পর স্ব আনুষ্ঠানিকতা শেষ হলে পোশাক নির্মাতার এটিকে কেটে অনেকগুলো বিয়ের পোশাক হিসেবে বিক্রি থেকে আয়ের পুরো অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়। সূত্রঃ ইন্টারনেট। 

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.